অতি উচ্চ সংক্রমণ ঝুঁকিতে ৪০ জেলা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

অতি উচ্চ সংক্রমণ ঝুঁকিতে ৪০ জেলা

বিশ্বে করোনা ভাইরাস সংক্রমিত দেশগুলোর তালিকায় আক্রান্ত রোগীর সংখ্যায় বাংলাদেশের অবস্থান ৩০তম। এশিয়ায় বাংলাদেশ আছে ৮ম অবস্থানে। এর মধ্যে দিন দিন দেশে বাড়ছে সংক্রমণের মাত্রা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বর্তমানে বিশ্বের মোট করোনা আক্রান্তের ০.৪৮ শতাংশ বাংলাদেশে। আর বাংলাদেশের অন্তত ৪০টি জেলা রয়েছে উচ্চ সংক্রমণ ঝুঁকিতে। যার মধ্যে ১৫টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ ও ৬টি জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গত ১৪ থেকে ২০ জুন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিশ্লেষণের পর সাপ্তাহিক প্রতিবেদনে ডব্লিউএইচও এ তথ্য দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব জেলায় শনাক্তের হার ১০ শতাংশ বা তার বেশি সেগুলোকে অত্যাধিক মাত্রার সংক্রমণের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেসব জেলায় শনাক্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে সেগুলো চিহ্নিত হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং যেখানে শনাক্ত ৫ শতাংশের কম সেগুলো কম ঝুঁকিপূর্ণ। সে হিসেবে বাংলাদেশের ৪০টি জেলা সংক্রমণের অতি উচ্চ ঝুঁঁকিতে আছে।

এর মধ্যে খুলনা বিভাগের অন্তত ১০ জেলা আছে অত্যধিক সংক্রমণ ঝুঁকিতে। একই রকম ঝুঁকিতে আছে ঢাকা বিভাগের ৭, চট্টগ্রাম ও রাজশাহীর ৬ করে জেলা। তবে রাজধানী ঢাকাকে শুধু ঝুঁকিপূর্ণ ও বন্দরনগরী চট্টগ্রামকে বিবেচনা করা হচ্ছে অত্যধিক ঝুঁকিপূর্ণ হিসেবে।

 

Comment here