আইসিইউ থেকে ওয়ার্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

আইসিইউ থেকে ওয়ার্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন বলে ডাউনিং স্ট্রিট জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, ‘আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে নিবিড় পরিচর্যা থেকে ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানেও তিনি সেরে ওঠার এই প্রাথমিক পর্যায়ে নিবিড় নজরদারিতে থাকবেন।’

‘তিনি মানসিকভাবে খুব ভালো বোধ করছেন’ বলেও বৃটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান ওই মুখপাত্র।

৫৫ বছর বয়সী বরিস জনসনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার ১০ দিন পরও কাশি ও জ্বর থাকায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে গত রোববার তাকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন সোমবার প্রধানমন্ত্রী জনসনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। তিন দিন সেখানে চিকিৎসার পর ওয়ার্ডে আনা হলো তাকে।

Comment here