আতঙ্কে অপূর্ব-সাবিলা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ছোট পর্দাবিনোদন

আতঙ্কে অপূর্ব-সাবিলা

এই সময়ে স্ত্রিনশট যেন ভায়াবহ রকম এক আতঙ্কের নাম। কারও সঙ্গে চ্যাট করতে গেলেও স্ক্রিনশটের একটি ভয় থেকে যায় সবার মধ্যে। বেশির ভাগ টিনেজাররা স্ক্রিনশটের আতঙ্কের মধ্যেই থাকছে প্রতিনিয়ত। স্ক্রিনশটের আতঙ্কে আছেন অপূর্ব ও সাবিলা নূরও। তবে বাস্তবে নয়। সম্প্রতি এই জুটি অভিনয় করেছেন ‘স্ক্রীনশট’ নামে ঈদের বিশেষ এক নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

দৈনিক মুক্ত আওয়াজ অনলাইনকে নির্মাতা জানান, একটা মানুষের সঙ্গে আমাদের পরিচয় হলো, ভালো-মন্দ বুঝে উঠতে অনেকটা সময় লাগে। মানুষটি ভালো না খারাপ। ফেসবুকে চ্যাটিং করতে গিয়ে একটা সময় মনে হয়, স্ক্রিনশট নিলো নাকি? কাউকে দেখাচ্ছে নাকি? এই সব নিয়েই নাটকের গল্প।

অভিনেতা অপূর্ব বলেন, ‘গল্পটি খুবই মজার। বাস্তব জীবনের সঙ্গে এর অনেক মিল আছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।’

মোশনরক এন্টারটেইনমেন্ট প্রডাকশন হাউজের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। ঈদে ‘স্ক্রিনশট’ নাটকটি প্রচার হবে ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে।

Comment here