এইচএসসি-সমমান পরীক্ষার রুটিন আগামী সপ্তাহে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

এইচএসসি-সমমান পরীক্ষার রুটিন আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী সপ্তাহে রুটিন প্রকাশ করা হবে। পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে কোনো শিক্ষার্থী বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে বলেও জানান তিনি।

আজ বুধবার শিক্ষাবিষয়ক প্রতিবেদকদের সঙ্গে এক (ভার্চুয়াল) মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, ‘আমি আশা করছি আগামী সপ্তাহে সুনির্দিষ্টভাবে পরিপূর্ণ পরিকল্পনা (এইচএসসি) তারিখসহ ঘোষণা করতে পারব। আগামী সোম-মঙ্গলবারের মধ্যে এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করার প্রস্তাব করছেন অনেকে। এটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি, এটি একটি প্রস্তাব হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তারা যখন চাকরি নিতে যাবে তখন তাদের বলা হবে, ‘ও তোমরা ২০২০ সালের পরীক্ষা ছাড়া পাস করা ব্যাচ।’ এমন পরিস্থিতি তৈরি না করতে আমরা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে।

Comment here