এশিয়া কাপ নিয়ে যে পরিকল্পনা জানালেন সাকিব - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রিকেটখেলাধুলা

এশিয়া কাপ নিয়ে যে পরিকল্পনা জানালেন সাকিব

বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান এশিয়া কাপের মিশনে যাওয়ার আগে বলেছেন, ‘আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই।’

তিনি বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা রান পায়। এবারও তেমন কিছু হবে। এজন্য বোলারদের বেশ চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগামীকাল রোববার শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে আজ শনিবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে দুজনের কণ্ঠেই এক সুর, প্রস্তুতিতে তারা শতভাগ সন্তুষ্ট। তাই এশিয়া কাপে এবার ভালো কিছুর প্রত্যাশায় আছে টিম টাইগার।

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘আমাদের সামনে লক্ষ্য শুধুই এশিয়া কাপ। আপাতত আর কিছু ভাবছি না। এটা শেষ করে বিশ্বকাপের পরিকল্পনা করবো। এখন যদি বলতে হয় পরিকল্পনা শুধুই এশিয়া কাপ। আরও সংক্ষিপ্ত করে বললে লক্ষ্য আফগানিস্তান ও শ্রীলংকার ম্যাচ।’

অধিনায়ক বলেন, ‘আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।’

তিনি আরও বলেন, ‘দেখেন এমন তো না যে আমরা এশিয়া কাপে ভালো খেললে বিশ্বকাপেও ভালো খেলবো। বা এমনও না যে এশিয়া কাপে খারাপ খেললে বিশ্বকাপে খারাপ খেলবো বা ভালো খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে। পরিস্থিতি দুটোর সম্পূর্ণই আলাদা। সে কারণে এখনই বিশ্বকাপ নিয়ে ভাবনার কিছু নেই।’

Comment here