কয়েক সপ্তাহও লাগতে পারে ফল পেতে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

কয়েক সপ্তাহও লাগতে পারে ফল পেতে

গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা গেছে বুথফেরত বেসরকারি পরিসংখ্যানে। রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দ্য গার্ডিয়ানের তথ্যচিত্র অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২৩৮ ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ২১৩টি। ২০ ইলেকটোরাল ভোটের পেনসিলভানিয়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে তখন পর্যন্ত চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি। কোনোটায় বাইডেন তো, কোনোটায় ট্রাম্প এগিয়ে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো, নির্বাচনের রাতেই এসব রাজ্যের সব ভোট গণনা করা ‘সম্ভব নয়’। কারণ লাখ লাখ ভোট বাক্সবন্দি হয়ে আছে, যেগুলো মূল ভোটের দিনের আগেই মানুষ ডাকযোগে পাঠিয়েছে। এ কারণে চূড়ান্ত জয়ীর নাম জানতে কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ সময়ও লেগে যেতে পারে।

এসব ভোট গণনা বাকি থাকতেই রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে ভিত্তিহীনভাবে নির্বাচনে ‘জালিয়াতি’র অভিযোগ তুলে নিজেকে জয়ী ঘোষণা করেছেন। সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়ার অঙ্গীকার করেছেন তিনি। ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনেরও দাবি, তিনি ‘জয়ের পথে’ আছেন।

বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, এ মুহূর্তে কোনো প্রার্থীই বিশ্বাসযোগ্যভাবে নিজেদের বিজয়ী দাবি করতে পারেন না। নির্বাচনে জালিয়াতি হওয়ারও কোনো প্রমাণ নেই। যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। চূড়ান্ত ফল জানতে আরও কয়েকদিন বা কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিটি ভোট গণনার ক্ষেত্রে কয়েকদিন লাগলেও সাধারণত পরদিন সকালেই আভাস পাওয়া যায় কে বিজয়ী হতে যাচ্ছে। তবে এবার তা সম্ভব হচ্ছে না। নির্বাচনী কর্মকর্তারা আগেই বলেছেন, আগাম ভোটের অংশ হিসেবে ডাক-ব্যালট বেশি পড়ায় কে বিজয়ী হচ্ছেন তা জানতে বেশি সময় অপেক্ষা করতে হবে।

২০০০ সালে দেখা গিয়েছিল, নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফল সম্পর্কে স্পষ্ট আভাস পাওয়া যায়নি। এক মাস পর সুপ্রিমকোর্ট রুল জারির পরই জর্জ ডব্লিউ বুশ বিজয়ী বলে নিশ্চিত হওয়া গিয়েছিল।

Comment here