খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, যা বললেন সিইসি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, যা বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন কি না, সেটা সময় এলে আইনানুগভাবে পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সিইসি।

খালেদা জিয়ার আইনজীবী বলেছেন, তার মক্কেল আগামী নির্বাচনে অংশ নেবেন। খালেদা জিয়া আসলেই নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন দেব না। এটা যখন হবে, দেখা যাবে। সবকিছু আইন অনুযায়ী হবে। এখন অ্যাডভান্স কোনো কথা বলতে পারব না।’

একই বিষয়ে আরেক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এই বিষয়ে আমরা কিছুই জানি না। এটা নিয়ে মন্তব্য করতে চাই না। যিনি নির্বাচনে দাঁড়াবেন, আপনি দাঁড়ান, যেই দাঁড়ান, আমরা তার বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা করে দেখব। আমাদের আইনের কিছু কাঠামো আছে। কেউ ভোট করতে চাইলে ওই কাঠামোর মধ্যে ফিটিং করতে হবে। ওদিক দেখে কী হবে তা জানি না। কাজেই এই বিষয়ে কোনো মন্তব্য করব না।’

সিইসি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) আদৌ নির্বাচনে দাঁড়ালে আমরা সেটা আইনানুগভাবে পরীক্ষা করে দেখব। এখানে আইনগত দিক নিয়ে অগ্রিম কিছু বলার নেই। সময় আসুক সব খতিয়ে দেখব। তখন সব জানাব। এখন এত আগে কোনো কথা বলা ঠিক নয়।’

আইনগত কোনো বিষয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে এ সময়ে কমিশনার রাশেদা সুলতানা বলেন, এখানে আইনগত দিক নিয়ে অগ্রিম কিছু বলার নেই। সময় আসুক, সব খতিয়ে দেখবো। তখন সব জানাবো। এখন এত আগে কোনো কথা বলা ঠিক নয়।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থিতা বাছাইয়ে সবগুলো মনোনয়নপত্রই বাতিল হয়। পরে আপিল করেও তিনি প্রার্থীতা ফিরে পাননি।

 

Comment here