গাইবান্ধা মাতৃসদনে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

গাইবান্ধা মাতৃসদনে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব

রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঠাঁই না পেয়ে রাস্তায় অটোরিকশার মধ্যেই সন্তান প্রসব করেছেন মিষ্টি আকতার (২০) নামে এক প্রসূতি। সোমবার রাত পৌঁনে ৮ টার দিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে বেরিয়ে ২০০ গজ যাওয়ার পর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় সন্তান প্রসব করেন তিনি।
সে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, প্রসব বেদনা উঠলে দ্রুত মিষ্টিকে একটি অটোরিকশায় করে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিতে যান তারা। মিষ্টি আকতারকে নিয়ে এলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা তৌহিদা বেগম কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অন্তঃসত্ত্বা ঐ মহিলাকে অন্যত্র নিয়ে যেতে বলেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা সত্বেও তৌহিদা বেগম তাদের কথায় কান দেননি। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর ২০০ গজ দূরে মধ্যপাড়া সরকারি বিদ্যালয়ের সামনে রাস্তায় ব্যথায় চিৎকার শুরু করেন অন্তঃসত্ত্বা মিষ্টি। পরে রাস্তায় অটোরিকশার মধ্যেই ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন তিনি। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখতে পায় অটোরিকশার মধ্যেই একটি সন্তান জন্ম দিয়েছেন একজন মা। সন্তান প্রসবের পর মায়ের প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। এ সময় লোকজন ক্ষিপ্ত হয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঘেরাও করে। পরে বাধ্য হয়ে কর্তৃপক্ষ তাকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করে নেন।
গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডাঃ সেকেন্দার আলী বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Comment here