গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পরে, নিহত ৫ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পরে, নিহত ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।

আজ শনিবার ভোর ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, গতকাল শুক্রবার রাতে বরকত ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে রওনা হয়ে বুড়িমাড়ী যাচ্ছিল। পথে শনিবার ভোর ৪টার দিকে কালিতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

তিনি বলেন, দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ বাসযাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন জানান, এ পর্যন্ত উল্টে যাওয়া বাস থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বাসের ভিতরে আরও লাশ আছে বলে ধারণা করা হচ্ছে।

Comment here