জীবননগর উথলী বর্ডার গার্ড বিজিবি’র মাদক ও চোরাচালান অভিযানে ফেনসিডিলসহ আটক ১ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

জীবননগর উথলী বর্ডার গার্ড বিজিবি’র মাদক ও চোরাচালান অভিযানে ফেনসিডিলসহ আটক ১

এস,এইচ,সবুজ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড  (বিজিবি) সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১৪২ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় আরো ৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানা গেছে ।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ উথলী ও রাজাপুর বিওপি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উথলী বিওপি’র টহল দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মার্চ) দুপুরে জীবননগর উপজেলার সন্তোষপুর মাঠের পেয়ারা বাগানের ভেতর অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ফেনসিডিলসহ দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের (রায়পাড়া) ইসরাফিলের ছেলে ইমরান (২৬) কে আটক করে।এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
একইদিন বিকালে রাজাপুর বিওপি’র সদস্যরা দর্শনা নতুনপাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

Comment here