ডেন্টালে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ডেন্টালে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

advertisement

ডেন্টালে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

অনলাইন ডেস্ক
1Shares
facebook sharing button
twitter sharing button

৫ মে ২০২৩ ০৮:২৬ এএম | আপডেট: ৫ মে ২০২৩ ০৮:২৬ এএম

প্রতীকী ছবি

দেশের সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ বছর ডেন্টালে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৮ জন শিক্ষার্থী।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানী ঢাকার পাঁচটি কেন্দ্রসহ দেশের ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটের সংখ্যা ৩৫টি এবং আসন ১ হাজার ৯৫০টি। এর মধ্যে সরকারি একটি ডেন্টাল কলেজ ও আটটি ডেন্টাল ইউনিট মিলে মোট নয়টি কলেজ ও ইউনিটে আসন রয়েছে ৫৪৫টি। বেসরকারি ১২টি ডেন্টাল কলেজ ও ১৪টি ইউনিট মিলে মোট ২৬টি কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। পরীক্ষার্থীদের প্রথম লক্ষ্য থাকে সরকারি ডেন্টাল কলেজ। সে হিসেবে এবার প্রতিটি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। তবে সরকারি ও বেসরকারি মিলে এবার প্রতি আসনের জন্য ১৯ জন পরীক্ষার্থী লড়ছেন।

এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল শিক্ষা) ডা. এ এফ এম শহীদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সমস্ত প্রস্তুতি শেষ। আশা করছি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী রোববার ফল প্রকাশ হতে পারে।’

ডেন্টাল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নির্দেশনার মধ্যে রয়েছে পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি, পকেটঘড়ি বা অন্য কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ও গেজেট নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে উল্লিখিত ডিভাইস পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোনো ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে দুই কান ঢেকে রাখতে পারবেন না। হল পরিদর্শকরা উত্তরপত্রে স্বাক্ষর দেওয়ার সময় শনাক্তকরণের জন্য প্রয়োজনে পরীক্ষার্থীর মুখমণ্ডলের আবরণ খোলার নির্দেশনা দিতে পারবেন।

Comment here