ঢাকাসমগ্র বাংলা

ঢাকার ভোট পেছাবে কি না, জানা যেতে পারে কাল

নিজস্ব প্রতিবেদক : সরস্বতীপূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণের দিন পেছানো হবে কি না, সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দিতে পারেন হাইকোর্ট। এ নির্বাচন পেছাতে হাইকোর্টে করা এক রিটের শুনানি শেষে আদেশের জন্য কাল দিন ধার্য করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

 

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে। ওই দিন সরস্বতীপূজা অনুষ্ঠিত হবে। ভোট ও পূজা একই দিনে হওয়ায় বিভিন্ন মহল থেকে ভোট পেছানোর দাবি জানানো হচ্ছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইতিমধ্যে ভোট পেছানোর দাবি জানিয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও ভোট পেছাতে আজ নির্বাচন কমিশনে গিয়ে দাবি জানিয়েছে।

Comment here

Facebook Share