নওগাঁর মান্দায় শহীদ মির্জা আব্দুস ছামাদ বেগ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নওগাঁর মান্দায় শহীদ মির্জা আব্দুস ছামাদ বেগ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃআঃমজিদমন্ডল(সম্রাট) নওগাঁ : নওগাঁর মান্দা করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষদের মাঝে শহীদ মির্জা আব্দুস ছামাদ বেগ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  করেন।
বুধবার  সকাল থেকে দিনব্যাপী উপজেলার ১নং ভাঁরশো ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন গরীব- দুঃখী এবং অসহায় ৬০০পরিবারের  মানুষদের মাঝে এসবট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ মির্জা আব্দুস ছামাদ বেগ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মির্জা মাহাবুব বেগ বাচ্চু , আইন বিষয়ক সম্পাদক।মান্দা উপজেলা আওয়ালীগ। পূর্বে উপজেলা আওয়ামী লীগের পক্ষে ১৪ টি ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করেন। আজ থেকে প্রয়াত বাবা প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ মির্জা আব্দুস ছামাদ বেগের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন পক্ষে এান সামগ্রী বিতারন শুরু করেন।মান্দার ১৪টি ইউনিয়নে পর্যায় ক্রমে ৩০০০ হাজার অসয়হায় পরিবারকে সহযোগীতা করার কথা জানান। ১নং ভারশোঁ ইউনিয়নে এান বিতারনের মধ্যে
এ কার্যক্রম শুরু করেন।পর্যায়ক্রমে সমগ্র মান্দা উপজেলা এ কার্যক্রম অব্যাহত থাকবে।
করোনা ভাইরাসে সাধারন মানুষদের জীবন জীবিকানির্বাহ করা বড় কষ্টের মাঝে প্রয়াত বাবার নামে ফাউন্ডেশন সাহায্যদান করতে পারার বাবার আত্মা শান্তি মেলবে এমন আশায় প্রতিষ্ঠিত সভাপতি মির্জা মাহবুব বেগ বাচ্চু নিজে গ্রামে গ্রামে অসয়হায় মানুষের বাড়ি সংশিষ্ট এলাকার চেয়ারম্যান  মোস্তাফিজুর রহমান সুমনকে সাথে নিয়ে এান বিতারন করেন। চেয়ারম্যান সুমন তার কাজকে স্বাগতজানিয়ে সহযোগীতা করেন।এবং ধন্যবাদ জানান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ মির্জা আব্দুস ছামাদ বেগ ফাউন্ডেশন কে, তার এলাকার দরিদ্র মানুষকে খাদ্যসামগ্রিক দিয়ে সহযোগীতাকরার জন্য।
এসময় তার সফরসঙ্গী হিসাবে উপস্হিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের সদস্য মির্জা আব্দুর রাজ্জাক রতন, প্রফেসর এমদাদুল,ছাএলীগ নেতা বিপুল,রনজু আহম্মদ,যুবলীগের নাজমুল,ইউনিয়ন পরিষদের সদস্যও সদস্যা, সংশ্লিষ্ট ওয়ার্ড আ’লীগের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ
প্রমুখ।

Comment here