সারাদেশ

নির্ধারিত সময়ে ছাড়েনি ঈদযাত্রার প্রথম ট্রেন

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রার প্রথম দিনের প্রথম ট্রেনটিই নির্ধারিত সময়ে ছাড়েনি। ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আজ মঙ্গলবার সকাল ৬টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে দেড় ঘণ্টা পর অর্থাৎ ৭টা ৩০ মিনিটে। এর আগে ট্রেনটি কমলাপুর আসে সকাল ৬টা ২০ মিনিটে।

এদিকে, প্রথম ট্রেনটি ঠিক সময়ে ছাড়তে না পারায় অন্যান্য ট্রেনগুলো ছাড়তেও বিলম্ব হয়েছে। সিলেট, কিশোরগঞ্জগামীসহ আরও বেশ কয়েকটি ট্রেন ইতোমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যেও কয়েকটি যথাসময়ে ছাড়েনি।

নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। আর জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও এটি স্টেশন ছেড়ে গেছে ৮টার পরে।

এদিকে, ঠিক সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এতে করে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ঈদযাত্রার প্রথম দিনে কর্মব্যস্ত মানুষ ও শিক্ষার্থীদের বাড়ি যেতে দেখা গেছে।

 

Comment here

Facebook Share