নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির কাজ : শিক্ষামন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির কাজ : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি : নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির কাজ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘বিএনপি যদি সত্যিই রাজনৈতিক দল হতো তবে তারা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিতো। তাদের একটাই কাজ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা।’

তিনি বলেছেন, ‘গত কয়েক মাসে নির্বাচন প্রক্রিয়াকে সক্রিয়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করবার জন্য যতগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করেছে শেখ হাসিনা সরকার। বিএনপি-জামাত যখন ক্ষমতায় ছিল, তারা এসব কাজগুলো করেনি বরং এখন নানা ধরণের কথা বলছে।’

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চমতলা একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী  বলেন, ‘আজকে যা কিছু হচ্ছে সারা জাতির সামনেই হচ্ছে। একটি চার্জ কমিটি গঠন করা হয়েছে। সব রাজনৈতিক দল ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে সরকার একটি নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে। বিএনপি সত্যিকারে রাজনৈদিক দল হলে উচিত ছিল এই প্রক্রিয়াতে সম্পৃক্ত হয়ে সেখানে অংশগ্রহণ করা।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি জাতি এখন আর রাজনীতির নামে অপরাজনীতি চায় না। গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, জীবন যাত্রার মান উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে দেশের মর্যাদা বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে, মানুষ চায় তা অব্যাহত থাকুক। আর এসব শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। কেউ এই অগ্রযাত্রাকে ব্যহত করতে পারবে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস।’

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ আরও আনেকে।

 

Comment here