মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেটসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে (৪ জানুয়ারি ২০২৫) নাজিরপুর থানার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আবুল কালাম শেখ (৫২) নামে এক ব্যক্তিকে তার বাড়ির পাশের টিনের তৈরি স্টোর রুম থেকে আটক করা হয়।
আসামির স্টোর রুম থেকে PLATINUM ব্র্যান্ডের ২০টি, MOND ব্র্যান্ডের ৩৪টি এবং XSO ব্র্যান্ডের ২০টি বিদেশি সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১,২০,০০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, তিনি সরকারি শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্টগ্রাম ও ঢাকা থেকে এসব সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট এবং খুলনা অঞ্চলে সরবরাহ করতেন। আরও জানা গেছে, তিনি মালিখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এ ঘটনায় নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, অবৈধ ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Comment here