বাংলাদেশের উপকূলে আঘাত হেনে মিয়ানমারে ‘মোখা’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বাংলাদেশের উপকূলে আঘাত হেনে মিয়ানমারে ‘মোখা’

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করে মিয়ানমারের স্থলভাগে অবস্থান করছে। আজ রোববার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (২১ নম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও সামান্য দুর্বল হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ বেলা ৩টায় কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করে মিয়ানমারের স্থলভাগের ওপর অবস্থান করছে। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

মোখার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সেন্টমার্টিন দ্বীপের ঘরবাড়ি, গাছপালা ও স্থাপনা। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Comment here