বায়ুদূষণে শীর্ষে ঢাকা বেড়েছে ধুলাও - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বায়ুদূষণে শীর্ষে ঢাকা বেড়েছে ধুলাও

প্রকৃতিতে এখন শীতের আমেজ। বৃষ্টি না হওয়ায় ধুলা বেড়েই চলেছে। বাড়ছে বায়ুদূষণও। ধুলাদূষণের ফলে কাশি, শ্বাসকষ্টসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। শীতের শুরুতে নভেম্বরের শেষ দিকে বায়ুদূষণের মাত্রা কম থাকলেও ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আবারও শীর্ষ উঠে এসেছে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউআই) অনুযায়ী, গতকাল সকাল ১০টার কিছু পরে দূষণে শীর্ষে ছিল ঢাকা, যার মাত্রা ২৬৬। মাত্রার হিসেবে এটি খুবই অস্বাস্থ্যকর। আর মাত্রা ৫১ থেকে ১০০ হলো মাঝারি বা সহনীয়। ঢাকার পরেই দূষণের শীর্ষে দ্বিতীয় বসনিয়া-হার্জেগোভিনার শহর সারাজেভো, তৃতীয় ভারতের দিল্লি, চতুর্থ তুরস্কের ইস্তাম্বুল, পঞ্চম ভারতের কলকাতা। বায়ুদূষণ বিশেষজ্ঞ স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার আমাদের সময়কে বলেন, বায়ুদূষণের বর্তমান প্রধান কারণ হচ্ছে সড়ক। কারণ রাস্তায় নানা সময়ে উন্নয়ন প্রকল্পের কাজ চলতেই থাকে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন বাতাসে দূষণ ছড়ায়। শীত এলে দূষণের মাত্রা আরও বেড়ে যায়। গত নভেম্বরে দূষণ কিছুটা কমলেও ডিসেম্বরে তা বেড়েছে। শহরজুড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। তারা তাদের কাজের আশপাশে কিছু এলাকায় পানিও ছিটাচ্ছে। কিন্তু বাতাসের এ দূষণ যানবাহনের সঙ্গে আরও অনেক দূরে ছড়িয়ে যায়। আমাদের উচিত সারা শহরেই পানি ছিটানোর ব্যবস্থা করা। পাশাপাশি ফিটনেসবিহীন গাড়িগুলোর বিষয়ে আরও কঠোর হওয়া। রামপুরার বাসিন্দা আকতার হোসেন বলেন, ধুলাবালিতে শ্বাস নিতেও কষ্ট হয়। সারাবছরই রাস্তায় খোঁড়াখুঁড়ি আর উন্নয়নের কাজ চলতে থাকে।

Comment here