বিএনপি-পুলিশের সংঘর্ষে যুক্তরাষ্ট্রের বিবৃতি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বিএনপি-পুলিশের সংঘর্ষে যুক্তরাষ্ট্রের বিবৃতি

রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার বিএনপির ডাকা মহাসমাবেশে পুলিশের সঙ্গে দলটির সংঘর্ষের ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে সবপক্ষকে শান্ত থাকতে বলেছে তারা।

বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলে, ‘২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে, যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সবপক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।’

উল্লেখ্য, শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা। একপর্যায়ে কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ ব্যাপকভাবে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় কাকরাইল মোড়ে একটি পুলিশ বক্স ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রাখা দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কাকরাইলের পর বেলা দুইটার দিকে শান্তিনগর মোড় ও বিজয়নগর পানির ট্যাংক এলাকায়ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ঘটনায় মহাসমাবেশ থেকে হরতালের ডাক দেয় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে আগামীকাল (রবিবার) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।’

Comment here