বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে ওমিক্রন’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
অন্যান্য

বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে ওমিক্রন’

অনলাইন ডেস্ক:ইউরোপে করোনার নতুন ধরন ওমিক্রন বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে। আগামী বছরের শুরুতে ফ্রান্সে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এসব কথা জানিয়েছেন বলে আজ শনিবার বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়।

ফরাসি প্রধানমন্ত্রী বলেন, ‘কয়েক মিলিয়ন ফরাসি করোনার টিকা না নিয়ে পুরো দেশবাসীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে, যা গ্রহণযোগ্য নয়।’ আগামী বছর টিকাদানে নতুন পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

এর আগে ওমিক্রনের বিস্তার রোধে ব্রিটিশ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ফ্রান্স। তবে ফরাসি নাগরিক ও তাদের স্ত্রীরা এই নির্দেশনার আওতার বাইরে থাকবেন।

শুক্রবার যুক্তারাজ‌্যে প্রায় ১৫ হাজার লোকের ওমিক্রন শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকার তুলনায়ও যুক্তরাজ‌্যে বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

এদিকে, করোনার নতুন এই ধরন রোধে শুক্রবার জার্মানি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডও কঠোর বিধিনিষেধ ঘোষণা করে। ইতিমধ‌্যে বিশ্বের বিভিন্ন দেশ ওমিক্রনের বিস্তার রোধে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানা ধরনের বিধিনিষে আরোপ করেছে। বাংলাদেশেও এখন পর্যন্ত তিনজনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

Comment here