সোহরাব হোসেন বাবু সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা সদরের ইটাগাছা হাটের মোড় নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা সাতক্ষীরা জেলার এডি সামিম আহম্মেদের নেতৃত্বে একদল চৌকশ সদস্যদের নিয়ে উক্ত স্থানে অভিযান চালায়।
এসময় জাহানারা, পিতাঃ তাহের গাজী, গ্রামঃ পাথরঘাটা, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা সদর, কাজল, স্বামীঃ আঃ মাজেদ, গ্রামঃ বকচরা, সাতক্ষীরা সদর, পারভীন, স্বামীঃ আঃ আলিম, পিতাঃ সাইদ, গ্রামঃ লক্ষীদাড়ি, ভোমরা,সাতক্ষীরা সদর, উক্ত তিন নারীর কাছ থেকে ভারতীয় বিভিন্ন প্রকার মালামালসহ হাতেনাতে গ্রেফতার করে। যানাযায় উক্ত নারীরা প্রায়ই ভোমরা থেকে অবৈধভাবে কখন ভ্যানে করে আবার কখনো মহেন্দ্রাকরে কখনও লেগুনায় করে মালামাল এনে সাতক্ষীরা বড়ি বাজারসহ বিভিন্ন পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করে। সর্বশেষ তাদেরকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Comment here