মারধরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মারধরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : মারধরের মামলায় কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও কটেজ মালিক সমিতির সভাপতি কাজী রাসেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে কক্সবাজার শহরের সৈকতপাড়া এলাকার বাসা থেকে এক নারীসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার সঙ্গে আটক নারী ঢাকা জেলার দোহারের জয় পাড়ার বলে জানা গেছে।

জানা যায়, সম্প্রতি মোরশেদ নামের এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেন রাসেল। ওই ঘটনায় মডেল থানায় তাকে এক নম্বর আসামি করে মামলা করা হয়। এর ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল বলেন, ‘কোনো অপরাধী দলের হতে পারে না। অপরাধ করলেই শাস্তি পেতে হবে। যদি নারীসহ কাজী রাসেল আটক হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন বলেন, ‘রাসেল জেলা কমিটির সদস্য এটা ঠিক। কিন্তু দল কারও ব্যক্তিগত অপরাধের দায় নেবে না।’

গ্রেপ্তার রাসেলের ভাই কক্সবাজার পৌরসভার কাউন্সিলর কাজী মোর্শেদ আহমেদ বাবু বলেন, ‘আমার ভাই ষড়যন্ত্রের শিকার। তার অনুপস্থিতিতে একটি মামলা হয়েছে। সে ঘটনায় আমার ভাই জড়িত না হলেও তার বিরুদ্ধে মামলা হয়েছে।’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহাজান কবির জানান, কক্সবাজার পর্যটন এলাকার কলাতলীর হোটেল মোটেল জোনে দীর্ঘ দিন ধরে দলীয় পরিচয়ে কাজী রাসেল আপত্তিকর কর্মকাণ্ড করে আসছিল। প্রায় সময় তার বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যেত।

ওই নেতার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনসহ দুটি মামলা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Comment here