ভোক্তা ঋণের সুদ সাড়ে ১১ শতাংশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ভোক্তা ঋণের সুদ সাড়ে ১১ শতাংশ

চলতি মাসে ভোক্তা ঋণের সুদহার হবে প্রায় সাড়ে ১১ শতাংশ। প্রতি মাসের শুরুতে ‘স্মার্ট’ তথা সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ নভেম্বরে স্মার্ট রেট বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৭২ শতাংশে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, অক্টোবরে ‘স্মার্ট’ হারের সঙ্গে এখন সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে ডিসেম্বরে ঋণ দিতে পারবে ব্যাংক।

অন্যদিকে ৫ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন যোগ করতে পারে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। অবশ্য একবার সুদহার কার্যকর করা হলে পরবর্তী ছয় মাসে তা আর পরিবর্তন করা যায় না।

 

নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি সামাল দিতে ধারাবাহিক ঋণের সুদহার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের পর ডিসেম্বর মাসেও বাড়ছে ব্যাংক ঋণের সুদহার।

Comment here