মতিঝিলে জামায়াতকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মতিঝিলে জামায়াতকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ

রাজধানীর মতিঝিলে জামায়াত-শিবিরের হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। তারা শাপলা চত্বরে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় একজনকে আটক করা হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার সকাল ১০টার দিকে তারা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়। পরে জামায়াতের নেতাকর্মীরা মতিঝিল এলাকার বিভিন্ন গলিতে অবস্থান নেন।

মতিঝিল এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে। গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হচ্ছে না। আরামবাগ এলাকায় রাস্তায় বেরিকেড দেওয়া হয়েছে। কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী কমলাপুর থেকে আরামবাগ পর্যন্ত দাঁড়িয়ে আছেন। তারা কালিমা খচিত ব্যান্ড মাথায় নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

জামায়াতের অবস্থান নিয়ে মতিঝিলে কথা বলেছেন পুলিশের সিটিটিসি প্রধান আসাদুজ্জামান। তিনি বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে পুলিশের পর্যাপ্ত ফোর্স।

মতিঝিল এলাকায় গিয়ে দেখা যায়, টিকাটুলি মোড়, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর এলাকা, নটেরডেম কলেজের গলি, বাংলাদেশ ব্যাংকের পেছনে গলিসহ পুরো এলাকায় মোতায়েন রয়েছে আনসার ব্যাটালিয়ন, র‍্যাব, পুলিশ। আনসার ও পুলিশের অন্তত ৫০টি টহল গাড়ি সতর্কাবস্থায় চলাচল করতে দেখা যায়।

Comment here