ঢাকাসমগ্র বাংলা

মশার কয়েলে অগ্নিকাণ্ডে মা ও ২ সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে একটি বাসায় মশার কয়েল থেকে অগ্নিকা-ে দগ্ধ হয়ে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে রাজধানীর মিরপুরের পল্লবীর সেকশন ১১-এর ডি-ব্লকের ১৬ নম্বর রোডের ১০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কল্পনা বেগম (৩৫), তার মেয়ে জান্নাত (১৩) ও ছেলে কাওসার (৭)। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জনিয়েছে পল্লবী থানাপুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শনিবার ভোর ৪টার দিকে পল্লবীর বাউনিয়া বাঁধে একটি বাসায় আগুন লাগার খবর পাই। পরে দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, মশার কয়েল থেকে আগুন ওই বাড়ির তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে এক মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comment here

Facebook Share