মাইক্রোবাস চুরি করে অ্যাম্বুলেন্সে রূপান্তর, রোগী পরিবহন করতে গিয়ে ধরা! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মাইক্রোবাস চুরি করে অ্যাম্বুলেন্সে রূপান্তর, রোগী পরিবহন করতে গিয়ে ধরা!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মাইক্রোবাসসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম-মো. হাসান। গতকাল শনিবার রাতে ওয়ারী থানার ওয়্যার স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

ডিবির সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কতিপয় দুষ্কৃতিকারী ওয়ারী থানার ওয়্যার স্ট্রিট এলাকায় একটি মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে রোগী পরিবহন করার কাজে ব্যবহার করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে চোরাই মাইক্রোবাসসহ (অ্যাম্বুলেন্স) হাসানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত হাসান চোরাই টয়োটা হায়েচ মাইক্রোবাসের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনসহ মডিফিকেশনের মাধ্যমে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে রোগী পরিবহনের কাজে ব্যবহার করে আসছিল।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

Comment here