মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে ৩ বাংলাদেশির মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে ৩ বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণাধীন ভবনধসে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও ১২ জন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যের বাতু মংয়ের মৎস্য উন্নয়ন বোর্ডের অফিসের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় অনলাইন মালয় মেইল এবং ফ্রি মালয়েশিয়া টুডে বলেছে, উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, তিনটি ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল বর্তমানে ঘটনাস্থলে নিহতদের শনাক্ত করার চেষ্টা করছেন। এই মুহূর্তে আটকে পড়া ব্যক্তিদের অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না তারা।

ব্রিফিংকারী এক কর্মকর্তা জানান, সর্বমোট ১৮ জন শ্রমিক ছিলেন, সব বাংলাদেশি নাগরিক।গতকাল রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছিল, তাদের মধ্যে তিনজনকে সাইটের অন্যান্য নির্মাণ শ্রমিকরা ধ্বংসস্তূপ থেকে বের করে এনেছিল। এখনো প্রায় ১২ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

পেনাং রাজ্যে বিপুল সংখ্যক উন্নয়ন প্রকল্পের পরিপ্রেক্ষিতে বছরের পর বছর ধরে বেশ কয়েকটি নির্মাণ সাইটে বিপর্যয়ের শিকার হয়েছে। গত ২০১৭ সালে একটি ১০ মিটার উচ্চতার পাহাড়ি ঢল তানজং বুঙ্গায় একটি কনডমিনিয়াম নির্মাণ সাইটের সংলগ্ন ধ্বসে পড়লে ১১ জনের মৃত্যু হয়। পরবর্তী সময়ে ২০১৮ সালেও ৯ জন নির্মাণ শ্রমিক এয়ার ইটামের কাছে একটি বাইপাস প্রকল্পে ভূমিধসে প্রাণ হারিয়েছিলেন।

এ ছাড়া ২০১৯ সালে জালান বাতু ফিরিঙ্গির একটি রিসোর্টে একটি রিটেইনিং প্রাচীর ধসে পড়ে চারজন নির্মাণ শ্রমিকের প্রাণ গেছে বলে জানা গেছে।

Comment here