নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর এলাকার ৫৪টি ভবন বিশেষ নজরদারিতে রেখেছে পুলিশ। ওই সব ভবনে বিদেশ ফেরত প্রবাসীরা রয়েছেন। এসব ভবনে লাল চিহ্ন দিয়েও রেখেছে পুলিশ।
আজ শুক্রবার মোহাম্মদপুর থানা পুলিশ ওই ৫৪টি বাসায় লাল চিহ্ন দিয়ে ভবনের বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নজরদারি করছে।
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের সহকারী কমিশনার রওশানুল হক সৈকত দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রওশানুল হক সৈকত বলেন, ‘এই এলাকায় বসবাসকারী যারা বিদেশ ফেরত ব্যক্তি রয়েছেন, তাদের একটা তালিকা আমাদের কাছে এসেছে। ওই তালিকা অনুযায়ী আজ শুক্রবার ৫৪টি ভবনের ওই বাসিন্দাদের আমরা হোম কোয়ারেন্টিন সঠিকভাবে মেনে চলার পরামর্শ দিয়েছি।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘ওই ৫৪টি ভবনে একটি করে লাল চিহ্ন দেওয়া হয়েছে।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আমাদের কাছে একটি তালিকা পাঠানো হয়েছে। সেখানে ওই ৫৪টি বাসা বিদেশ ফেরতদের ঠিকানা দেওয়া আছে। তাই ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করে তাদের হোম কোয়ারেন্টিনের নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। আর ওই ভবনগুলোতে একটি করে লাল স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।’
Comment here