মোহাম্মদপুরে ৬ করোনা রোগী শনাক্ত, ৪ সড়ক লকডাউন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

মোহাম্মদপুরে ৬ করোনা রোগী শনাক্ত, ৪ সড়ক লকডাউন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে করোনাভাইরাস আক্রান্ত ছয়জন রোগী শনাক্ত হয়েছে। এর পর চারটি সড়ক লকডাউন করে দিয়েছে পুলিশ। সড়কগুলো হলো-মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড, তাজমহল রোডের ২০ সিরিয়াল রোড, বাবর রোডের একাংশ ও বসিলার পশ্চিম অংশ।

আজ মঙ্গলবার বিকেলে এ চারটি সড়কের প্রবেশপথ লকডাউন করার ফলে কাউকে প্রবেশ এবং বাহির হতে দেওয়া হচ্ছে না।

তবে এ বিষয়ে মোহাম্মদপুর থানার (ওসি) অপারেশন শফিকুল ইসলাম দৈনিক আমাদের সময়কে বলেন, ‘ভাই, সারা ঢাকা শহরই লোক ডাউন। আপনি কি জানেন না। সব দোকান, সড়কেই তো পুলিশ নজর রাখছে, জনসমাগম করা যাবে না। আলাদা করে লকডাউন হয় কীভাবে, সব রোডেই তো আমরা নজরদারি করছি। এটা আলাদা করে বলার কি হলো।’

এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকার বাসিন্দারা লকডাউনের আওতায় থাকবেন বলে জানান মোহাম্মদপুর ফাড়ির ইনচার্জ (এসআই) মো. প্লাবন আহমেদ রাজিব। তিনি দৈনিক আমাদের সময়কে বলেন, ‘মোহাম্মদপুরের চারটি সড়কে ছয়জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর পুলিশের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নেতৃত্বে এই সড়কগুলো লকডাউন দেওয়া হয়েছে। স্থানীয়দের সতর্কতার জন্য মাইকিং করা হয়েছে। সবাইকে বাসায় থাকার অনুরোধ করা হয়েছে।’

এসআই বলেন, ‘বিশেষ প্রয়োজনে ৩৩৩ নম্বরে কল দিয়ে কাঙ্ক্ষিত সেবা গ্রহণের কথা বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত সড়কগুলোতে কারও প্রবেশ ও বাহির হওয়া নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’

Comment here