নিজস্ব প্রতিবেদক,রংপুর : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান প্রসঙ্গে দেবর-ভাবির দ্বন্দ্বে রংপুরে দলটির নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের পক্ষ নিয়েছেন। রওশন এরশাদ সংবাদ সম্মেলন করে নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ায় তা মেনে নিতে পারেনি রংপুরের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার রওশনের এমন ঘোষণায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন অনেকেই।
জাপার সদ্য প্রয়াত চেয়ারম্যান এরশাদের আদেশ অমান্য করে দলকে ভাঙার চেষ্টার তীব্র প্রতিবাদ জানান রংপুর বিভাগের আট জেলা, মহানগর, পৌরসভা ও উপজেলার নেতাকর্মীরা। তাদের মতে, জাতীয় পার্টিকে ধ্বংসের জন্য গভীর পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। জাপা নিয়ে ষড়যন্ত্র করলে রংপুর থেকে আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দিয়েছেন জি এম কাদেরের সমর্থকরা।
রওশন প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাপার প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগরের সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, ‘জি এম কাদেরই হলো দলের চেয়ারম্যান। রংপুরে রওশন এরশাদের কোনো অস্তিত্ব নেই। তৃণমূলসহ জাপার সর্বস্তরের নেতাকর্মীরা জি এম কাদেরকে চেয়ারম্যান হিসেবে মানেন। তাকে গঠনতন্ত্র অনুযায়ী এরশাদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন। জিএম কাদেরের নেতৃত্বে জাপা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। দল নিয়ে ষড়যন্ত্র করা হলে তা মেনে নেওয়া হবে না।’
রংপুরে জাপার সাধারণ সম্পাদক শিল্পপতি ফখর-উজ-জামান জাহাঙ্গীর বলেন,‘রওশন এরশাদের সঙ্গে গুটি কয়েক সুবিধাবাদী নেতা ছাড়া দলের ত্যাগী নেতাকর্মীরা নেই। জি এম কাদের ও হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরের সন্তান। আমরা পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আছি। যদি দল নিয়ে ষড়যন্ত্র চলতে থাকে, তবে আমরা আন্দোলন করে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করব।’
জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার জাপার যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘যারা দলকে ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, আমরা তাদের সঙ্গে নেই। অনেক সংগ্রাম ও ত্যাগে গড়া জাপাকে কোনো ক্রমে ধ্বংস হতে দেব না। বর্তমানে আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।’
জাপার যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির আহমেদ বলেন, ‘জাপার প্রয়াত চেয়ারম্যান এরশাদ স্যার জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেছেন। এই দায়িত্বকে অবমাননা করার ক্ষমতা কারও নেই।
Comment here