রাজস্থলীতে মারমা এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রাজস্থলীতে মারমা এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা

আব্বাস উদ্দিন রাঙামাটি : রাঙ্গামাটি জেলাতে রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া এলাকায় ডাকবাংলা পাড়া নিবাসী
বাবু হ্লাপ্রুচাই মারমা (৪২) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করেছে একই এলাকার মৃত চাইথোয়াইপ্রু মারমা ছেলে মংথোয়াই মারমা
(৪৫)। মঙ্গলবার (৫ মে) সকাল ৮টার দিকে হাট বাজারে যাওয়ার পথে নিকস্ট হত্যাকারী নিজ বাড়ি সামনে এ নৃশংসভাবে হত্যা করে। আক্রমণকারী
মংথোথাই মারমা ডাকবাংলো এলাকার স্থানীয় চাথোয়াইপ্রু মারমার ছেলে এবং ঘটনার শিকার হ্লাপ্রুচাই মারমা একই এলাকার মৃত অংথোয়াইখই মারমার
ছেলে।

৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান নিঞোমং মারমা জানান, ওই এলাকার হত্যাকারী মংথোয়াই মারমা ভারসাম্যহীন ছিল। নিহত চাচা, চাইগ্রি মারমা
বলেন,পূর্বে ও তার সাথে কোন শত্রুতা বিরোধ ছিলনা বলে জানিয়েছেন। নিহত চাচা চাইগ্রি মারমা বলেন, মঙ্গলবার সকালে ঘটনার শিকার হ্লাপ্রুচাই মারমা
নিজ বাড়ি থেকে বাজারে উদেশ্য যাওয়ার সময় ডাক বাংলা এলাকায় মংথোয়াই মারমা অতর্কিত ভাবে তার ধারালো দা দিয়ে হামলা চালিয়ে গলা কেটে
হ্লাপ্রুচাই মারমাকে হত্যা করেন। স্থানীয় চারপাশ দিকে লোকজন ছুটে আসলে ঘটনাস্থল থেকে মংথোয়াই মারমা পালিয়ে যেতে সক্ষম হয়।

এধরনে পূর্বে নিমর্ম হত্যা এলাকায় কোন সময় আমরা দেখেনি বলে গনমাধ্যম কে জানিয়েছেন এলাকাবাসী । ভবিৎষতে এধরনের খুন আমরা দেখতে চাই
না। এতে এধরনের খুনের জন্য তীব্র নিন্দা জানাই। নিহত পরিবার স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানার ওসি আশ্রাফ উদ্দিনের নেতৃত্বে
একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুনিকে সাথে সাথে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওসি আশ্রাফ উদ্দিন ঘটনায় সত্যতা নিশ্চিত বলেন, বাদী পক্ষে মামলা প্রস্তুতি
নেয়া হয়েছে। চন্দ্রঘোনা থানায় এস আই মো: কাউছার হোসেইন জানান, লাশটিকে উদ্বার করে ময়নাতদন্ত জন্য রাংগামাটি সদর হাসপাতালে প্রেরণ করা
হয়েছে। এতে, পুলিশের পক্ষে জানা যায় সঠিক তদন্ত সাপেক্ষে খুনের মূল কারণ ঘটনায় উদঘাটন হবে বলে জানিয়েছেন।

Comment here