সমগ্র বাংলাসিলেট

শিশুদের মুখে ঈদের হাসি ফোটালো ‘উদ্দীপ্ত তারুণ্য’

সুভাষ দাশ তপন,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ- আট বছরের শিশু সুরাইয়া। জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী সে ৷ শ্রীমঙ্গল শহরতলীর এক বস্তিতে তার বসবাস। বাবা মারা গেছেন তাই সে মা মায়ের সাথে বস্তিতে থাকে। ঈদের আনন্দ নতুন জামায় বুঝলেও সেটা মুখ ফোটে বলতে পারে না সুরাইয়া ৷ মায়ের সাথে সুরাইয়া আসে কাপড় নিতে। নতুন কাপড় পেয়ে খুশির ঝলকানি ফুটে উঠে সুরাইয়ার চোখে, মুখে। সুরাইয়ার মতো আরো ৬০জন শিশুর চোখে মুখে ছিল একই ধরনের খুশির ঝিলিক। আসছে ঈদে সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটাতে ঈদের নতুন পোশাক বিতরণ করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সমাজসেবা মূলক সংগঠন ‘উদ্দীপ্ত তারুণ্য’ ৷

বৃহস্পতিবার (৩০ মে) সকালে ‘রঙিন জামায় ফুটবে শিশুর হাসি’ শিরোনামে শ্রীমঙ্গল শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নতুন পোশাক বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে ৬০ জন শিশুকে দেওয়া হয়েছে নতুন পোশাক। দ্বিতীয় পর্যায়ে আরো ৪০ জন শিশুকে নতুন জামা দেওয়া হবে বলে জানানো হয় ‘উদ্দীপ্ত তারুণ্য’ সংগঠনের পক্ষ থেকে। উদ্দীপ্ত তারুণ্যের সদস্য সানজিতা শারমিন বলেন, ‘ঈদে সমাজের অবহেলিত দরিদ্র পরিবারের সন্তানরা একটি নতুন জামা কিনতে পারেন না। আমরা ‘রঙিন জামায় ফুটবে শিশুর হাসি’ নামে একটি ইভেন্ট করেছি। চেষ্টা করেছি শিশুদের মুখে হাসি ফোটাতে। যদিও সংখ্যাটি তত বেশী ছিলো না, তবে আমাদের বিশ্বাস একদিন আমরা হাজার হাজার শিশুর মুখে হাসি ফোটাবো।

’ পোশাক বিতরণ অনুষ্ঠানে তরুণদেরকে সাথে নিয়ে অতিথি হিসেবে শিশুদের হাতে রঙিন জামাকাপড় তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, ফিনলে টি স্টেটের ডেন্টাল সার্জন ডা. পুষ্পিতা খাস্তগির, শ্রীমঙ্গল হেলথ লাইন ডায়গনেস্টিক সেন্টারের পরিচালক ডা. নাজিম আল কোরেশী, মৌলভীবাজার শিল্পকলা একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক ইপা বড়ুয়া, প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত সেন, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, সিনিয়র সাংবাদিক নান্টু রায় প্রমুখ।

Comment here

Facebook Share