সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি : ৪ সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি : ৪ সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত

বাসস : উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে, তাই চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের পাশাপাশি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে না যাওয়ার নিষেধাজ্ঞা ও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

Comment here