সবাই ভিআইপি শাহজালাল বিমানবন্দরে! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সবাই ভিআইপি শাহজালাল বিমানবন্দরে!

গোলাম সাত্তার রনি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে ভ্রমণকারী যাত্রীদের ‘ভিআইপি’ সিল নিয়ে অতিষ্ঠ বিমানবন্দর কর্তৃপক্ষ। সংস্থাটির দাবি- ভিআইপি মর্যাদার না হওয়া সত্ত্বেও বিশেষ সুবিধাপ্রাপ্ত এ সিল নিচ্ছেন বিভিন্ন ব্যক্তি বা কর্মকর্তা। এতে বিমানবন্দরের ভিআইপি গেট, লাউঞ্জে নিরাপত্তাসহ যাবতীয় কার্যক্রম প্রদানে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। সরকারের নির্ধারিত ভিআইপি মর্যাদার না হলেও অনৈতিকভাবে ‘ভিআইপি সিল’ প্রদানকারী বেসরকারি এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গত ২৪ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। এতে বলা হয়, ইদানীং দেখা যাচ্ছে, অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে ভ্রমণকারী অধিকাংশ যাত্রীর ক্ষেত্রে ভিআইপি গাড়ি সুবিধা দিতে ভিআইপি সিল ব্যবহার করা হয়ে থাকে। এ অবস্থায় ভিআইপি না হওয়া সত্ত্বেও ভিআইপি সিল ব্যবহারের

ফলে তারা এই লাউঞ্জে গিয়ে অবস্থান/আসন গ্রহণ করেন। এ ক্ষেত্রে

প্রকৃত ভিআইপি যাত্রীদের আসন গ্রহণসহ নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। ভিআইপি মর্যাদা না থাকলে এই সিল ব্যবহারে অভ্যন্তরীণ টার্মিনালের সব এয়ারলাইন্সকে নির্দেশনা দেওয়া হয়।

গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান আমাদের সময়কে বলেন, কোনো এয়ারলাইন্স কোম্পানি রাষ্ট্রীয় প্রটোকলের বাইরে কাউকে ভিআইপি সিল বা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দিতে পারবে না। আমরা প্রাথমিকভাবে সবাইকে এ বিষয়ে চিঠি দিয়েছি। এর পরও কেউ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Comment here