সরকার ‘ভুঁয়া’ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করছে : রিজভী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সরকার ‘ভুঁয়া’ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : সরকার ‘ভুঁয়া’ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর উদ্যোগে জিয়াউর রহমানের বীর উত্তম বাতিলের অপচেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে যারা ক্ষমতায় আছেন তারা মুক্তিযুদ্ধ করেননি, তারা মুক্তিযুদ্ধ দেখেননি কীভাবে রনাঙ্গনে মুক্তিযুদ্ধ হয়েছে। সেজন্য তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের খেতাব কেড়ে নিতে চায়। তাদেরকে অপমানিত করতে চায়। তারা ভুঁয়া মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করছেন আওয়ামী লীগের লোকজনদের দিয়ে।’

রিজভী বলেন, ‘দেশের একজন নামকরা মুক্তিযোদ্ধা বীর বিক্রম মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেছেন, একাত্তরে ৮০ হাজার মুক্তিযোদ্ধা লড়াই করেছে। আর আওয়ামী লীগ লিস্ট করছে আড়াই লাখ। কারণ ওদের আত্বীয়-স্বজন নাতি-নাতনী যাদের একাত্তর সালে জন্ম হয়নি তাদেরও তালিকা করছেন এই আওয়ামী লীগ সরকার।’

আল-জাজিরার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই প্রতিবেদন দেখলে ঘা শিহরিয়ে উঠে। রাষ্ট্রীয় ক্ষমা করা হয়েছে। এটা আইনমন্ত্রী বলছেন, আমি জানি না, স্বরাষ্ট্র মন্ত্রী বলছেন আমি জানি না। গোপনে-অন্ধকারে কত দুরাচার করছে এই সরকার, কত ধরনের অপকীর্তি, কত অন্যায় করে আজকে মাফিয়া তন্ত্র চালু করছে এই সরকার। কারণ গণতন্ত্র হত্যা করে, কণ্ঠের স্বাধীনতা হত্যা করে, কথা বলার স্বাধীনতা হত্যা করে, গণমাধ্যমের স্বাধীনতাকে হত্যা করে দেশ চালাতে গেলে মাফিয়াদেরকে দরকার। আর যে সরকার এই মাফিয়াদেরকে দিয়ে দেশ চালায় সে নিজেও মাফিয়া।

রিজভী বলেন, ‘আল-জাজিরার যিনি বার্তা বিভাগের প্রধান তিনি একজন ইউরোপীয়ান ব্যক্তি। তিনি বিবিসিকে বলেছেন, “আমরা উদ্বিগ্ন। যাদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি, তথ্য চিত্র পেয়েছি তাদের পরিবারের ওপর অত্যাচার হবে।” তাদের পরিবারের কাউকে গুম করা হবে এই নিয়ে আল-জাজিরার বার্তা প্রধান উদ্বিগ্নতা প্রকাশ করছেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এই সমস্ত ঘটনা, দেশের কুকীর্তি-অপকীর্তি ঢাকার জন্য দেশের শ্রেষ্ঠ সন্তানের খেতাব কেড়ে নিচ্ছে। এটা তো আপনারা অপমানিত হবে। জিয়াউর রহমানের কিছু হবে না। তিনি একজন সুপ্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা। নিজের কমান্ডারকে হত্যা করে স্বাধীনতা ঘোষণা করে পুরো জাতিকে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত করেছেন।’ এসময় জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেয়ার অপচেষ্টাকারীদের একদিন ‘জনতার আদালতে’বিচার হবে বলে হুঁশিয়ারি দেন রিজভী।

 

Comment here