সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিকসমগ্র বাংলা

সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

কূটনৈতিক প্রতিবেদক : সিঙ্গাপুরে আরও একজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর আগে গত রোববার এক বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয় বলে খবর পাওয়া যায়। দেশটিতে এ নিয়ে মোট দুজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

আক্রান্ত ব্যক্তিদের নাম-পরিচয় না দিলেও সিঙ্গাপুর কর্তৃপক্ষের দাবি, সেলেটার এরোস্পেস হাইটসে দুজন কাজ করতেন। একজনের বয়স ৩৯। তাদের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন।

জানা গেছে, আজ মঙ্গলবার শনাক্ত হওয়া দ্বিতীয় বাংলাদেশি অনেক বছর ধরেই সিঙ্গাপুরে বসবাস করছেন। রোববার যে বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনিও সেলেটার এরোস্পেস হাইটসে কাজ করতেন।

আরেকজন যিনি আক্রান্ত হয়েছেন, সম্প্রতি তিনি দেশটিতে স্থায়ী বাসিন্দা হিসেবে মর্যাদা পেয়েছেন। তিনি সিঙ্গাপুর-মালয়েশিয়ার জোহর বারু এলাকায় থাকেন এবং ঐহিত্যবাহী রিসোর্টস ওয়ার্ল্ড সান্তোসা ক্যাসিনোতে কাজ করেন।

সিঙ্গাপুরস্থ বাংলাদেশ মিশন জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত প্রথম বাংলাদেশিকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সিঙ্গাপুর সরকারের তথ্য মতে, এ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষায় ৬০৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। ৪৭ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ফলাফলের অপেক্ষা রয়েছে ৪৩ জনের। এর মধ্যে ৩৮ জনের অবস্থা উন্নতির দিকে, ৭ জনের অবস্থা গুরুতর। তাদের আইসিসিইউতে রাখা হয়েছে। তবে সিঙ্গাপুরে করোনাভাইরাসে এখনো কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

Comment here