সিনহার হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা বদল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সিনহার হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা বদল

নিজস্ব প্রতিবেদক : মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। নতুন করে তদন্তের দায়িত্ব পেয়েছেন র‌্যাবের সহকারী পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।

আগে এই দায়িত্বে ছিলেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার জামিল আহমদ।

র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খায়রুল ইসলাম তদন্তে অত্যন্ত দক্ষ এবং এর আগে বেশ কিছু স্পর্শকাতর মামলার তদন্ত সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি একজন নিপুণ পুলিশ কর্মকর্তা। এ জন্য তাকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। তাই বলে এই নয় যে, আগের তদন্ত কর্মকর্তা ভালো ছিলেন না।’

কী কারণে পরিবর্তন করা হলো-এমন প্রশ্নের জবাবে আশিক বিল্লাহ বলেন, ‘তদন্ত কর্মকর্তা যেকোনো সময় পরিবর্তিত হতে পারেন। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। নতুন তদন্ত কর্মকর্তাকে অনেক পরীক্ষা–নিরীক্ষা করে দেওয়া হয়েছে। তাকে অন্য কর্মকর্তারা যথাযথ সহযোগিতা করছেন। এই পরিবর্তন অন্যভাবে দেখার সুযোগ নেই।’

Comment here