সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে সয়াবিন তেলবোঝাই ট্রাক খাদে পড়ে স্বামী স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৫জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা ব্রিজের পশ্চিম পাশে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত আবু সাইদের ছেলে আলী আকবর (২৮) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২০) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি সয়াবিন তেলের একটি ট্রাক নলকা ব্রিজের পশ্চিম এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারায়। এসময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো তিন জন মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে।
গুরুতর আহত অপর পাঁচজন হাটিকুমরুল সাকাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।
Comment here