সিলেট লকডাউন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সিলেট লকডাউন

সিলেট ব্যুরো : নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) কাজী এম এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতেও এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির সদস্যগণের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সিলেট জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সিলেট জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ সিলেট জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না।

জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Comment here