সয়াবিন তেল লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

সয়াবিন তেল লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। প্রস্তাবে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৯৩, পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ এবং খোলা সয়াবিনের প্রতি লিটার ১৭৩ টাকা করার কথা বলা হয়েছে।

গত ১ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়, বর্তমান আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়নের কারণে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, একটা প্রস্তাব দিয়েছে ভোজ্যতেলের প্রতিষ্ঠানগুলো। ট্যারিফ কমিশনকে বিষয়টি যাচাই-বাছাই করার জন্য দেব। ট্যারিফ কমিশন আমাদের যে প্রস্তাব দেবে, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।

 

 

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৭ টাকা কমানো হয়।

 

Comment here