হজ ফ্লাইট শুরু ৩১ মে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

হজ ফ্লাইট শুরু ৩১ মে

নিজস্ব প্রতিবেদক : এ বছর হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৩১ মে ঠিক করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। আর ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

আজ বুধবার সচিবালয়ে হজ সংক্রান্ত একটি সভায় সাংবাদিকদের এ তথ্য জানান বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, এ বছর ডেডিকেটেড ৭৫টি ফ্লাইটের মাধ্যমে ৩১ হাজার যাত্রী পরিবহন করবে বিমান।

সূত্র জানিয়েছে, চলতি বছর ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ ১ লাখ ৫১ জন হজ করার সুযোগ পাবেন। বাংলাদেশ থেকে সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন।

এ বছর হজের জন্য দুটি শর্ত দিয়েছে সৌদি আরব সরকার। সেগুলো হলো- হজযাত্রীদের বয়স ৬৫ বছরের কম হতে হবে এবং নিতে হবে করোনার পূর্ণ ডোজ টিকা। সৌদির উদ্দেশে রওনার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। এ ছাড়া প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবার শতভাগ হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই হবে। এর আগে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘এবার অল্প সময়ের মধ্যে অনেক হজযাত্রী পরিবহন করতে হবে। যাত্রা নিরাপদ করতে বিমান ও সৌদিয়ার পাশাপাশি থার্ড ক্যারিয়ারে যাত্রী পরিবহনের সুযোগ রাখতে হবে।’

 

Comment here