নিজস্ব প্রতিবেদক ; করোনাভাইরাসের আক্রান্ত হয়ে বৃদ্ধাশ্রমে মৃতদের প্রকৃত তথ্য গোপন করার অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের বিরুদ্ধে। অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিকস নামের একটি পরিসংখ্যান সংস্থা দেখিয়েছে, করোনাভাইরাসে মারা যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।
আজ মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।
এতদিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরির অভিযোগ ছিল চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনসহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে। এবার সেই একই অভিযোগে অভিযুক্ত হলো যুক্তরাজ্যও।
এদিকে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এতদিন জানানো হয়েছে, দেশটিতে প্রতি আট বৃদ্ধাশ্রমের একটিতে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে।
তবে দেশটিতে বৃদ্ধাশ্রম পরিচালনাকারী বৃহত্তম প্রতিষ্ঠান এইচসি-ওয়ানের চেয়ারম্যান ডেভিড বেহান জানিয়েছেন, শুধু তাদের অধীনে থাকা ২৩২টি আশ্রমে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, যা মোট সংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশ।
তিনি জানান, এইচসি-ওয়ানের বৃদ্ধাশ্রমের অন্তত ৩১১ বাসিন্দা ইতোমধ্যেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
৩ এপ্রিল পর্যন্ত ইংল্যান্ডের হাসপাতালগুলোতে করোনভাইরাসে মৃতের সংখ্যা দেখানো হয় ৫ হাজার ১৮৬। কিন্তু প্রকৃতপক্ষে মৃতের সংখ্যা ৫ হাজার ৯৭৯। অতএব, দেশটিতে ৩ এপ্রিল পর্যন্ত ৭৯৩ জন মৃতের সংখ্যা কমিয়ে বলা হয়েছিল।
ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের সরকারি তথ্যমতে সর্বশেষ মৃতের সংখ্যা বলা হচ্ছে, ১১ হাজার ৩২৯ জন। অথচ এর প্রকৃত সংখ্যা হতে পারে ১ হাজার ৬৯৯ জনে।
Comment here