জ্বর-গলাব্যথা নিয়ে আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

জ্বর-গলাব্যথা নিয়ে আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল রোববার দুপুর থেকেই গলা ব্যথা ও জ্বর দেখা দিয়েছে আম আদমি পার্টি প্রধানের। আগামীকাল মঙ্গলবার কেজরিওয়ালের করোনাভাইরাস পরীক্ষা করার কথা রয়েছে।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এই সময়র প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সেলফ আইসোলেশনে যাওয়ার কারণে সব ধরনের সরকারি বৈঠক বাতিল করেছেন কেজরিওয়াল।

গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছেন কেজরিওয়াল। তখন থেকেই কারও সঙ্গে সাক্ষাৎ করেননি। দিল্লিতে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, কেবল দিল্লিতেই এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ৮১২ জন। সমগ্র ভারতে ২ লাখ ৫১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ২৪ হাজার। মৃত্যু হয়েছে ৭ হাজার ১৩৫ জনের।

Comment here