সবার কাছে ভ্যাকসিন পাঠাতে লাগবে ৮ হাজার জেট বিমান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

সবার কাছে ভ্যাকসিন পাঠাতে লাগবে ৮ হাজার জেট বিমান

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা দিন দিন এগিয়ে আসছে। এরইমধ্যে রাশিয়ার বানানো ভ্যাকসিনের উৎপাদন শুরু হয়ে গেছে। আরও কয়েকটি দেশের ভ্যাকসিন এখন উৎপাদনের মুখে। শুধু ট্রায়ালের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা। এই আয়োজনের মধ্যেই বিশ্ববাসীর কাছে করোনা ভ্যাকসিন কীভাবে পৌঁছানো যায় এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এয়ারলাইন ইন্ডাস্ট্রি জানাচ্ছে, এটি হবে এখন পর্যন্ত বিশ্বে পরিবহন খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএআইএ) বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। তারা বলছে, করোনা ভ্যাকসিন সরবরাহের জন্য বোয়িং ৭৪৭ এর মতো ৮ হাজার জেট বিমান প্রয়োজন হবে। কোভিড রোগীর জন্য এক ডোজ ভ্যাকসিন হিসাব করা হয়েছে এ পরিবহনে।

আইএটিএ প্রধান নির্বাহী আলেকজান্দ্রি দে জুনিয়াক বলেন, ‘নিরাপদে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ হবে কার্গো বিমান পরিবহন ইন্ডাস্ট্রির জন্য এ শতাব্দীর বড় মিশন। তবে এর জন্য পূর্ব পরিকল্পনা প্রয়োজন এবং এটি নিয়ে ভাবার এখনই সময়।’

 

Comment here