আতিক ও তাবিথের মনোনয়ন বৈধ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

আতিক ও তাবিথের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি নির্বাচনে মেয়র পদে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শুরুতে এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তবে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

কামরুল ইসলামের বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি করপোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।

Comment here