ফেনী জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণরোধে চলমান পরিস্থিতিতে বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে ফেনী জেলা যুবলীগ। আজ রবিবার দুপুরে প্রথম দিনে ১শ জন হতদরিদ্রকে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
পৌরসভার লির্বাটি সুপার মার্কেটে সংগঠনটির কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, সহ সভাপতি কামাল মোর্শেদ, শহীদুল ইসলাম শহীদান, নুরুল ইসলাম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, সহ-সভাপতি গাজী খালেদ ইমাম জুয়েল ও তৌহিদুর রহমান হানিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠন সূত্র জানায়, প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও ১ কেজি ডাল রয়েছে।
Comment here