ভাঙ্গা থেকে যশোর ছুটল পরীক্ষামূলক ট্রেন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ভাঙ্গা থেকে যশোর ছুটল পরীক্ষামূলক ট্রেন

ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে একটি পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন।আজশনিবার সকাল ৮টা ৫৫ মিনিটে ভাঙ্গা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন মো. সাখাওয়াত হোসেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা জংশনের মাস্টার হাসিবুর রহমান জানান, আজ উচ্চ গতিসম্পন্ন পরীক্ষামূলক দুটি ট্রায়াল ট্রেন চলবে। তার মধ্যে সকালে মালবাহী ট্রায়াল ট্রেন ছেড়ে গেছে ৮টা ৫৫ মিনিটে। আর দ্বিতীয়টি দুপুর ১২টার দিকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে।

তিনি আরও জানান, ট্রেন দুটি ৮০ থেকে ১২০ কিলোমিটার গতিতে চালানো হবে। যশোর পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগতে পারে। এসব ট্রেন আবার ভাঙ্গায় ফিরে আসবে। এভাবে আগামীকাল এই দুটি ট্রেন পরীক্ষামূলক ট্রায়াল করবে ।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয়রা বলেন, ‘আগে ভাঙ্গা থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে যশোর পৌঁছাতে সময় লাগত ৪ থেকে ৫ ঘণ্টা। সেখানে আমাদের নতুন রেললাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা।’

Comment here