করোনায় স্পেনে রাজকন্যার মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

করোনায় স্পেনে রাজকন্যার মৃত্যু

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের থাবায় স্পেনের রাজকন্যা প্রিন্সেস মারিয়া টেরেসার (৮৬) মৃত্যু হয়েছে। রাজপরিবারের সদস্যদের মাঝে কোনো ব্যক্তির এ ভাইরাসে মৃত্যুর ঘটনা বিশ্বে এটাই প্রথম। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজকন্যার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি পরিবারের পক্ষ থেকে গতকাল শুক্রবার তার মৃত্যুর বিষয়টি ঘোষণা দেন। তিনি বলেন, ‘রাজ পরিবার আজ শোকের মাধ্যমে ঘোষণা করছে যে, বারবন পার্মা রাজকন্যা মারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

প্রিন্স জাভিয়ের ও ম্যাডেলিন ডি বোরবনের ঘরে ১৯৩৩ সালে প্যারিসে জন্ম হয় মারিয়ার। স্পেনের হাউজ অব বোরবনের বর্তমান ডিন্যাস্টির ক্যাডেট শাখার সদস্য ছিলেন তিনি।

প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটান মারিয়া। স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা ও লেখালেখিও করতেন তিনি। মারিয়া ছিলেন চিরকুমারী।

Comment here