প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনে বিলম্ব - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনে বিলম্ব

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে। সকাল সাড়ে ৯টায় দিনের স্বাভাবিক লেনদেন শুরু করতে না পারার আনুষ্ঠানিক কোনো কারণ জানাতে পারেনি সংস্থাটি।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার বলেন, ‘সকাল সাড়ে ৯টার বদলে সাড়ে ১০টার দিকে লেনদেন শুরু হবে। পরে সময় বাড়িয়ে দেওয়া হবে।’

জানা গেছে, গত সপ্তাহে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে অনেকগুলো কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এ কারণে কোম্পানিগুলোর শেয়ারের বাজারমূল্য সমন্বয় করতে গিয়ে জটিলতা দেখা দেয়। যে কারণে সংস্থাটি নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি।

এদিকে, শুক্র ও শনিবার দুদিন লেনদেন বন্ধ থাকার পরও সপ্তাহের প্রথম কার্যদিবসে এমন সমস্যা দেখা দেওয়ায় বিনিয়োগকারী ও ডিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এর আগে, গত সোমবারও কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বিঘ্ন ঘটে। ওইদিন লেনদেন শুরুর এক ঘণ্টা ২৮ মিনিট পর সকাল ১০টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে মাত্র ২০ মিনিটের লেনদেন হয়েছিল।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে ডিএসইর কারিগরি ত্রুটির সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখতে গত সপ্তাহে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি সবগুলো বিষয় খতিয়ে দেখবে।

 

Comment here