রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক : রমজান মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আজ রোববার আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

আগামী বুধবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

রিটে রমজান মাসের ২০ তারিখ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রমজান মাসে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি রুল জারির আরজি জানানো হয়েছে।

আইনজীবী আকন্দ জানিয়েছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সব সময়ই রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তা ছাড়া রোজা রেখে শিক্ষকরা ক্লান্ত থাকেন, পড়ালেখায় মন বসে না ঠিকমতো। এতে শুধু শিক্ষার্থীদের কষ্টই হবে। তারপর তাপমাত্রা বেড়ে যাওয়ায় সীমাহীন গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা অবৈধ।

গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান মাসে ক্লাস চলবে। নামাজ পড়ার জন্য ৩০ মিনিট বিরতি পাবেন শিক্ষকরা। সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে।

 

Comment here